স্টাফ রিপোর্টার,
ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়েছে।
শনিবার (০৭ মে) দুপুরে সরজমিনে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পায়ে হেঁটে, মাহিন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশায়, ও ভ্যানে দৌলতদিয়া ঘাটে আসছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস সহ বিভিন্ন যান ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সিরিয়ালে আটকে রয়েছে। মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ছোটগাড়ি গুলোকে ঘাটে আসতে দেখা যায়। যাত্রীরা দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থেকে খাবার, বাথরুমসহ নানা ভোগান্তিতে পড়ছেন। বেশি সমস্যায় পড়ছেন বৃদ্ধ, শিশু, ও নারী’রা।
গতকাল শুক্রবার রাত থেকে ঢাকামুখী যাত্রীদের ও বিভিন্ন যানবাহনের চাপ শুরু হয়েছে দৌলতদিয়ার এ নৌরুটে।
বাসযাত্রী রহমান বলেন, ছুটি শেষ অফিসে যাওয়ার জন্য গতকাল রাত থেকে দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে আটকে আছি। এখনও ফেরিঘাট থেকে অনেক দূরে আছি। কখন যে ফেরিতে উঠব তার কোন ঠিক নেই।
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আলম মিলন বলেন, যাত্রী পারাপার করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২২টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে। ঈদের ছুটি শেষে যাত্রী ও যানবাহন একযোগে ঢাকামুখী হওয়ায় কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।