স্টাফ রিপোর্টার,
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে সচেতনমুলক বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী’র সঞ্চচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ্উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আ.রহমান মন্ডল, শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।
রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নিবিঘ্নে পারাপার হয়ে বাড়ী ফিরতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কোন চক্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। ঘরমুখো মানুষ কেউ যেন হয়রানীর শিকার না হয়, তার জন্য কয়েকস্তরে থাকবে প্রশাসনের কঠোর নিরাপত্তা।
বিট পুলিশং সমাবেশ শেষে দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা ট্রাক-বাস চালক ও হেলপারদের মাঝে ১২০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়।