আস্থা ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান।

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

0Shares

আস্থা ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান।

স্টাফ রিপোর্টার

গোয়ালন্দে একটি স্বেচ্ছাসেবী সংগঠন,আস্থা ফাউন্ডেশন,
গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান ও ফাউন্ডেশনের সদস্য এবং স্বেচ্ছাসেবীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

বুধবার (২৭ এপ্রিল) আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহযোগিতা ও স্বেচ্ছাসেবীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেরিন ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ জাহিদ হাসান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ার তোফায়েল আহাম্মেদ,পৌর মেয়র এর সহধর্মীনি ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাকলী নজরুল, প্যানেল মেয়র শাহিদা আক্তার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ডাঃ শরীফ মেডিসিন বিশেষজ্ঞ,(সহকারী সার্জন, গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স) এবং ডাঃ জেসমিন জাহান শিখা, সহকারী রেজিস্ট্রার, সার্জারি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, জিহাদুল ইসলাম, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক)

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেরিন ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ জাহিদ হাসান এবং সঞ্চালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু।

এসময় আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেরিন ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ জাহিদ হাসানের সহযোগিতায় আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ২২টি পরিবারকে ঈদ উপহার খাদ্য সামগ্রী, দুজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পরিবারকে ১৫,০০০ টাকা নগদ অর্থ, একজন শারীরিক প্রতিবন্ধী কে হুইল চেয়ার প্রদান করেন । কর্মসংস্থান ক্যাটাগরিতে একজন দরিদ্র ব্যক্তিকে ভ্যান, দু’জন নারী কে সেলাই মেশিন, ৩ টি পরিবারকে, একটি করে মোট তিনটি ছাগল প্রদান করা হয়। এছাড়াও একটি দরিদ্র পরিবারের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে মুদি দোকানের মালামাল ক্রয় জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়াও শিক্ষা ক্ষেত্রে দরিদ্র অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নির্বিঘ্ন করতে একজন ছাত্রীকে বই সামগ্রী এবং একজন ছাত্রকে পড়ালেখা চালিয়ে যাবার জন্য দশ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং তার পরিশ্রমি সদস্যরা দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সর্বমোট এক লক্ষ বিশ হাজার টাকার সমপরিমাণ অর্থ প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম বলেন, একজন দরিদ্র ব্যক্তি তার দারিদ্রতা দূরীকরণ করার জন্য যদি কোন ব্যক্তি দুই ঘণ্টার সময় দেয় তার তার ৫০ বছরের নফল ইবাদতের থেকে বেশি পুর্ন বা নেকি হয়।আসুন আমরা সবাই দরিদ্র মানুষের দারিদ্র্য দূর করার জন্য কাজ করি।

পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, কিছুদিন আগে দেখলাম গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামের একটি সংগঠন পৌরসভায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এক টাকায় খাতা ও এক টাকায় কলম দিলেন।তাদের সেই আয়োজনের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
আজ আস্থা ফাউন্ডেশনের এত সুন্দর আয়োজনের জন্য তাদের কেউ ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, আজকের অনুষ্ঠানের আয়োজক যারা সবাই অনেক মানবিক মানুষ ধন্যবাদ তাদেরকে।

আস্থা ফাউন্ডেশন ও তার সদস্যদের পক্ষে সভাপতি তার বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বিস্তৃত করে গোয়ালন্দের চিকিৎসা, কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা করে অবস্থার উন্নতির জন্য কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো ধন্যবাদ জানান করেন ফাউন্ডেশন এর জন্য নিরলস কাজ করে যাওয়া সকল সদস্য এবং সদস্য মোহাম্মদ রাতুল হাসান ( ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার) এবং তানভীর রহমান উজ্জল (সাবেক প্রচার সম্পাদক,গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg