স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এতিমখানায় ও মাদ্রাসায় এ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শামীম রেজা, যুগ্মসাধারণ সম্পাদক রিয়ান রনি, দপ্তর সম্পাদক সামিউল আলম, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জালাল হোসাইন, ও উপজেলার দেবগ্রাম, ছোটভাকলা, উজানচর, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গোয়ালন্দ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।