রাজবাড়ী প্রতিনিধি,
তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে রাজবাড়ীর পাংশায় ঘর পাবে ১শত পরিবার। ইতিমধ্যে ঘরের কাজ সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন। আগামী ২৬ এপ্রিল এই ঘরগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে সারাদেশব্যাপী ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পবিত্র ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এই ঘরগুলো পেয়ে আনন্দিত গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যরা।
সদ্য উপহারের ঘর পাওয়া মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের মোকারম হোসেন বলেন জায়গা-জমি কিছুই নেই স্ত্রী-সন্তান নিয়ে কষ্টেই দিন কেটেছে আমার অবশেষে ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পাব। আমি অত্যন্ত আনন্দিত। এবার অন্তত পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারব।
মোকারম হোসেন আরো বলেন হারিয়ে যে ঘরে থাকতাম বৃষ্টি আসলে চাল দিয়ে পানি পড়ত ঝড় আসলে ভালো থাকতাম কখন জানি মাথার উপর থেকে চাল উড়ে চলে যায়। এখন আর সেই ভয় থাকবে না।
এ উপজেলায় তৃতীয় ধাপে ১শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে এর মধ্যে সরিষা ইউনিয়নে ৬৮টি, হাবাসপুর ইউনিয়নে ৩টি, কসবামাঝাইল ইউনিয়নে ২০টি, ও মৌরাট ইউনিয়নে ৯টি। উল্লেখ্য প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলায় ১৩০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহারের ঘর দেওয়া হয়। এই নিয়ে মোট তিনটি ধাপে ২৩০টি পরিবারের মাঝে উপহারের ঘর দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের কাজ ইতিমধ্যেই যথাযথভাবে শেষ হয়েছে। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অসহায় ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন।