শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক হক, সদস্য সচিব কুদ্দুস

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৫৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজধানী ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ঢাকায় কর্মরত রাজবাড়ীর সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্বত করেন দৈনিক জনতার আদলত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। ঢাকায় এই প্রথম এমন আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে যেন রাজবাড়ীর সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। এদিন ইফতার পূর্বে মতবিনিময় সভায় রাজবাড়ীর সাংবাদিকদের নিয়ে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়। অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে এ প্রেক্ষিতে তাৎক্ষণিক সর্বসম্মতিতে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নুরে আলম সিদ্দিকীকে আহ্বায়ক ও এম.এ. কুদ্দুসকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নুরে আলম সিদ্দিকী হক দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক। সদস্য সচিব এম. এ. কুদ্দুস দৈনিক সংবাদ ও সিনিয়র সহ’সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি কাজী রওনক হোসেন, কায়সুল মোমেন কাকন (চ্যানেল আই), আব্দুল রাজ্জাক (ফটো সাংবাদিক), সালাউদ্দিন সেলিম (সয়ম টিভি), মো ইউনুস আলী (দৈনিক চিত্র), মীর আফরুজাম্মান (ইউএনআই), রিমন রহমান (যমুনা টিভি), হাসনাত শাহিন (সহ সভাপতি ডিইউজে), শামীম খান (বাংলানিউজ), শাহেদ ইসলাম (বাংলানিউজ), মো. জুলফিকার আলী (বাংলাদেশের আলো), এজাজুর রহমান সৌমিক (ইনডিপেডেন্ট টিভি), আশরাফ হোসেন (নয়া দিগন্ত), ইসরাত হাজার উর্মি (ডিবিসি), পান্থ আফজাল (বাংলাদেশ প্রতিদিন), অরন্য গফুর (আরটিভি), হাফিজুর রহমান (সমকাল), শামস্ সোহাগ (রাজবাড়ী সার্কেল), নাহিদুর রহমান হিমেল (বাংলাদেশ প্রতিদিন)।

ঈদুল ফিতরের পর একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নবগঠিত আহ্বায়ক কমিটি জানিয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg