ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল বুধবার ফরিদপুর পৌরসভার পূর্ব খাবাসপুর চৌরাস্তা মোড় সংলগ্ন চাইনিজ রেষ্টুরেন্ট ওয়েসিস লাইভ কিচেনে আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা।
ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির সহ-সভাপতি দি ডেইলি ট্রাইবুনাল এর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো: বজলুর রশীদ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (সিএ) মোঃ কামাল হোসেন, বৃহত্তর ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক বাঙ্গালী সময়ের প্রকাশক মো: সেলিম মোল্যা এবং সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ আকতার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন মোল্যা, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রুবেল সেক, সাপ্তাহিক মেধার সম্পাদক আনোয়ার জাহিদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এসএম মনিরুজ্জামান, ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নিরঞ্জন মিত্র (দৈনিক উষার বানী, দৈনিক নাগরিক বার্তা), হাসান মাতুব্বর শ্রাবণ (দৈনিক স্বাধীন সংবাদ), এ কে রফিকউদ্দিন আহম্মেদ দিপু (দৈনিক আমার সংবাদ), শেখ ফারুক আহম্মেদ বাবলু (নিউজ টুডে), মোঃ রিফাত ইসলাম (দৈনিক আমাদের কন্ঠ), চৌধুরী আশরাফ মাহমুদ টুটু (উপজেলা প্রতিনিধি, দৈনিক মানব জমিন), মোঃ আতিয়ার রহমান (বাঙালি সময়), জাকির হোসেন (দৈনিক খোলাচোখ), লাবলু মিয়া (বাঙালি সময়), মোঃ শহিদুল ইসলাম (ক্রাইম রিপোর্টার, আমাদের কণ্ঠ), মোঃ আকবর মোল্লা (উপজেলা প্রতিনিধি দৈনিক কুমার), মোঃ ফয়সাল আহমেদ (বিশ্ব মানচিত্র), খন্দকার আব্দুল্লাহ (মুভি বাংলা স্যাটেলাইট টিভি), ন্যাশনাল প্রেস সোসাইটির ইনভেষ্টিগেশন অফিসার নাহিদুল ইসলাম (সেন্টু), আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন আকাশ, এনএসআই, ডিজিএফআই ও ডিএসবি প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি ও ন্যাশন্যাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক মুক্ত খবর, ডেইলী মনিং গ্লোরি এবং দৈনিক কুমার পত্রিকার জেলা প্রতিনিধি এম এ রবিউল ইসলাম, বঙ্গ টিভি জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম।