হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের এক ভোটে পরাজয়
গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রস্তাবিত সভাপতি পদে এক ভোটে পরাজিত হয়েছেন। সভাপতি পদে নির্বাচনে জয়ী হয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক বেপারী।
বুধবার (২০এপ্রিল) দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির ৯সদস্যের গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান।
এসময় উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. মাসুদুর রহমান বলেন, নির্বাচনে মোস্তফা মুন্সী ও ফারুক বেপারী প্রার্থী হন। সমঝোতা না হওয়ায় তাৎক্ষনিক ভাবে গোপন ভোট গ্রহণ করা হয়। ৯জন ভোটারের মধ্যে ৫ভোট পেয়ে ফারুক বেপারী সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি মোস্তফা মুন্সী ৪ ভোট পান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আ.মালেক বেপারী, মো. মোস্তফা ফকির, আবু তালেক বেপারী, আল আমিন সরদার, রেহেনা বেগম, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ ফরহাদ রহমান, নাজমা খাতুন।
নব-নির্বাচিত সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক বেপারী বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকলের নিকট কৃতজ্ঞ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ স্কুল উন্নয়নের এলাকার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করি।
দৌলতদিয়া আক্কাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, সকাল ১২টার দিকে ম্যানেজিং কমিটির ৯জন সদস্য তাদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবেন।