ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ১৪৩
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
সোমবার, ১১ এপ্রিল, ২০২২
0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাহিন্দ্র স্ট্যান্ড থেকে চোরাইকৃত একটি ইজিবাইকসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গোলন্দঘাট থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া মাহিন্দ্র স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ইজিবাইক চোর চক্রের সদস্যরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালি থানার রহিমপুর এলাকার ইদ্রিস শেখের ছেলে আরিফ শেখ (২২), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজীপাড়ার হালিম খানের ছেলে জনি খান (৩০), একই ইউপির নছরউদ্দিন সরদার পাড়ার বারেক শেখের ছেলে চান মিয়া (২৮), একই এলাকার সিদ্দিক শেখের ছেলে সেলিম শেখ (৩৩), আজিজ মিঞার ছেলে আরিফ মিয়া (৩৮), একই ইউপির ফেলু মোল্লার পাড়ার নৈমুদ্দিন পালের ছেলে নাঈম ইকবাল (৩৮)।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ইজিবাইক উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।