শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গোয়ালন্দে পুলিশের অভিযানে ইয়াবাসহ চার যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের পৃথক অভিযানে দৌলতদিয়া থেকে ৫৩৫ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন গোলন্দঘাট থানা পুলিশ। গতকাল রাতে দৌলতদিয়া পোড়াভিটার সামনে মোল্লা বোডিং থেকে ও যৌনপল্লীর মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক যুবকেরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানার তেরশ্রী এলাকার দেলোয়ার জাহান ঝন্টুর ছেলে রাকিবুল হাসান ওরফে রবিন মল্লিক (২৯), একই থানার বড় পয়লা এলাকার আরশেদ আলীর ছেলে জাকির হোসেন (২৮) , একই এলাকার বাদশা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২২), তাদেরকে মোল্লা বোডিং থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপর দিকে দৌলতদিয়া যৌনপল্লীর মধ্যে থেকে দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার কাশেম সরদারের ছেলে রমজান সরদার (২৫) কে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। আসামিদেরকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg