স্টাফ রিপোর্টার,
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।
সারাদেশের ন্যায় গোয়ালন্দ ঘাট থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে থানার কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।
ভিডিও কনফারেন্সে শেষে হতদরিদ্র মোসাঃ আরজু বেগম (৭০) মৃত রমজান শেখের স্ত্রীর নিকট গোয়ালন্দ উপজেলার উজানচর ইউপির নতুন পাড়া এলাকায় জমিসহ ঘর গোয়ালন্দ ঘাট থানার ওসি হস্তান্তর করেন।