পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (০৬ এপ্রিল) বেলা দুইটার দিকে স্কুল ছাত্রী নদীতে গোসল করতে যায়। এসময় সুযোগ বুঝে ৪ নম্বর ফেরি ঘাট জামে মসজিদের পিছনে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়টি সে বাড়ির কাউকে যাতে না বলে তার জন্য শাসিয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে স্কুল ছাত্রীর মা নদীতে গোসল করতে গিয়ে ধর্ষনের বিষয়টি জানতে পারেন। বিষয়টি জানার পর বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত খুলে বললে তাৎক্ষনিকভাবে বিষয়টি স্কুল ছাত্রীর বাবাকে জানায়। স্কুল ছাত্রীর বাবা পরিবারের অন্যান্যদের সাথে আলোচনা করে পরদিন আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বকুল শেখকে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর বাবা অভিযোগে বলেন, আমার চার মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। বুধবার রাতে বাড়ি ফিরে দেখি মেয়েটির মন ভার, কারো সাথে তেমন কোন কথা বলছেনা। শরীর খারাপ ভেবে মেয়েকে কিছু বলিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানতে পারি। আমি বকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শুক্রবার সকালে অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বকুল শেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করিয়ে স্কুল ছাত্রীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয়েছে। ও আসামীকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।