দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, ভোগান্তি চরমে
ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ
/ ১৬৩
বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট :
বুধবার, ৬ এপ্রিল, ২০২২
0Shares
স্টাফ রিপোর্টার,
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সিরিয়াল। যার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এরুটের যানবাহনের চালক ও যাত্রীরা। ফেরিতে যানবাহন উঠানামায় ধীর গতি ও যানবাহনে বাড়তি চাপে সৃষ্টি হয়েছে এ দীর্ঘ সিরিয়ালের।
এছাড়াও দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাটটি পূর্বেই বন্ধ ছিল, নতুন করে নদীতে নাব্যতা সংকটের কারণে ৬ নম্বর ঘাটটিও বন্ধ রয়েছে দীর্ঘ দিন যাবৎ। বর্তমান নদীতে পানি কমে যাওয়ায় ফেরিঘাটের পকেট পথ গুলো নিচু হয়ে গেছে। ফলে যানবাহন লোড আনলোড করতে দীর্ঘ সময় লাগছে।
সরেজমিন বুধবার (০৬ এপ্রিল) সকাল ১০ টায় দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, জিরোপয়েন্ট থেকে ঢাকা- খুলনা মহাসড়কে ৩ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সিরিয়াল রয়েছে। এছাড়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলো মিটার দুরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় প্রায় ৩ শতাধিক পণ্যবাহী যানবাহন আটকে রাখা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা একে ট্রাভেলসের বাসের সুপারভাইজার আলম বলেন, ভোর রাতে ঘাটে এসেছি ৫ থেকে ৬ ঘন্টা ঘাটে এসে বসে আছি, ফেরি পেতে আরো ২ ঘন্টা লাগবে। এমনিতে রোজার মাস
তারপরে প্রচন্ড গরমে বাসের ভিতরে যাত্রীদের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের বেশী ভোগান্তি হয়। দীর্ঘ সময় বসে থেকে যাত্রীরা বিরক্ত হয়ে যাচ্ছে।
দৌলতদিয়া ঘাটে সিরিয়ালে থাকা অপচনশীল পণ্যবাহী ট্রাক চালক নাঈম শেখ জানান, ঘাটে যানজট সৃষ্টি হলেই সব থেকে বেশি দূর্ভোগে পড়তে হয় আমাদের। গোয়ালন্দ মোড়ে এসে দীর্ঘসময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। পরে ওইখান থেকে ছেড়ে এসে আবার দৌলতদিয়া ঘাটের সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে থাকার পরেও অনেক সময় আমাদেরকে টার্মিনালে দিয়ে দেয়া হয়। দীর্ঘ সময়ে নদীপাড়ের অপেক্ষা করা আমাদের জন্য দুর্ভোগ। জ্যামে আটকে থেকে অনেক কষ্টে সেহরি খেয়েছি, তারপরে বাথরুমে সমস্যায় পড়তে হয়। এত কষ্ট করে গাড়ি চালাতে মন চায়না। জানি ঘাটে আসলে এমন ভোগান্তি পোহাতে হবে, তার পরও উপায় নেই, ঘরে বসে থাকলে তো পেট চলবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কপোর্রেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্হাপক (বাণিজ্য) প্রফল্য চৌহান বলেন, এ নৌ- রুটে ১৮ টি ফেরি চলাচল করছে। নদীর নাব্যতা সংকটের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ফেরি চলাচল সহ লোড আনলোড অনেক সময় লেগে যাচ্ছে। এ ছাড়া কয়েকদিন ধরে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে। তবে যাত্রী বাহী বাস ও কাচা পণ্য বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :
গাজী সাইফুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক :
মোহাম্মদ কামারুজ্জামান খান
সহ সম্পাদক :
মোঃ জহুরুল ইসলাম (হালিম)
নির্বাহী সম্পাদক :
মোঃ আকতাউজ্জামান (রনি)
প্রধান নির্বাহী পরিচালক (সিইও) :
শামস্ সোহাগ
নির্বাহী পরিচালক :
তাইফুর রহমান তুষার
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।