স্টাফ রিপোর্টার,
“সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি”-এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ডে অব স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস-এর অনুসরণে বাংলাদেশে ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস উৎযাপন করা হয়।
তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আজিজুল হক খানের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেনের সঞ্চালনায় গোয়ালন্দ উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকদের মধ্যে ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলার সাবেক ক্রীড়াবিদ শহীদুল ইসলাম বাবলু, জিয়াউল হাসান জিয়া, জিয়াউল হক টিটু, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক মো. সাইদুল ইসলাম, কোচ মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা, সরকারি কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম বাবু প্রমুখ।