শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

চার দফা দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধি জনগোষ্ঠী 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

প্রতিবন্ধিদের ভাতা বৃদ্ধি, সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন করেছে থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা। এ সময় মানববন্ধনে প্রায় তিন শতাধিক প্রতিবন্ধি জনগোষ্ঠী উপস্থিত ছিল।

শনিবার (০২ এপ্রিল) সকাল ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলার জামতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন থ্রি স্টার প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শহিদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ শেখ ও অন্যান্য প্রতিবন্ধি নেতারা।

শহীদ শেখ বলেন, আমরা এখন সরকারি ভাবে ৭৫০ টাকা ভাতা পাই। এই ভাতা নিম্নতর ২০০০ টাকা করতে হবে। প্রতিবন্ধিদের মৌলিক চাহিদা ১০০ শতাংশ নিশ্চিত করতে হবে। সুবর্ণ নাগরিক অধিকার বাস্তবায়ন করতে হবে। কোটা ১০ শতাংশ নিশ্চিত করতে হবে।

আশরাফ শেখ বলেন, দ্রব্যমূল্যর উদ্ধগতিতে আমাদের জীবন চালানো দায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেয়া হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আলিম মিয়া, কোষাদক্ষ্য বাচ্চু শেখ, সাংগঠনিক সম্পাদক মজিদ মোল্লা প্রমূখ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg