স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে চারটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে গুদামে রক্ষিত পাট পুড়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ১০ কোটি টাকার মতো ক্ষতি হবে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে খানখানাপুর বাজারস্থ পাট বাজারের গুদামে এ ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, খানখানাপুর বাজার ঐতিহ্যবাহী পাট ক্রয়-বিক্রয়ের কেন্দ্র হিসেবে পরিচিত। একাধিক পাট ব্যবসায়ী পাট ক্রয় করে গুদামে মজুদ করেছিলেন। এছাড়া একটি গুদামে তেল বীজ, শস্য বীজ সহ বিভিন্ন ফসল মজুদ ছিলো। সকালে পাট গুদামের পেছন দিক থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মামুনুর রহমান মামুন বলেন, ভয়াবহ এ অগ্নিকান্ডে ৪টি গুদামে রক্ষিত প্রায় সাড়ে ৪ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আনুমানিক ১০/১২ কোটি টাকার ক্ষতি গ্রস্থ হয়েছেন পাট ব্যবসায়ীরা।
খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, পাট বাজারে অগ্নিকান্ড ভয়াবহ রুপ ধারণ করেছিলো। ফায়ার সার্ভিসের ৪টি দলের পাশাপাশি বাজারের ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। দ্রুত নিয়ন্ত্রণে না আসলে খানখানাপুরের বড় পাটের গুদাম জনতা জুট মিলস লিমিডিটেও অগ্নিকান্ড লেগে যেতো।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার(ভারপ্রাপ্ত) মো. বিল্লাল হোসেন খলিফা জানান, খানখানাপুর পাট বাজারে অগ্নিকান্ডে খবর পেয়ে সকাল ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও ফরিদপুর দল প্রায় সোয়া ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সুত্রপাত কোথা থেকে হয়েছে এখন তা জানা সম্ভব হয়নি। সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে পরবর্তিতে।