শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

দৌলতদিয়ায় বাস- ট্রাকের সংঘর্ষে, নিহত ১ আহত ১৯

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফিডমিল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ নারী ঘটনাস্থলে নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে দৌলতদিয়া ফিডমিল এলাকায় ইমাম বাড়া শরীফের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী হলেন, গোয়ালন্দ উপজেলার টেংরাপাড়া এলাকার হায়াত আলী সরদারের স্ত্রী মোছা. আলিয়া বেগম (৫৫)।
জানা গেছে, ট্রাকটি যশোরের চাচড়া বাজার থেকে মাছ বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং কেবি ডিলাক্স অয়ন পরিবহন নামক যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। যাত্রীবাহী বাসটি (রেজিস্ট্রেশন নাম্বার ফরিদপুর ব ০২-০০০৫) গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ইমাম বাড়া শরীফের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের (রেজিস্ট্রেশন নাম্বার যশোর ট ১১-৪৮২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পথচারী আলিয়া বেগমের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহতদের গোয়ালন্দ ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ও হাইওয়ে পুলিশ, উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ জানান, গুরুতর আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক অবস্থায় ৬ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাকি সবাইকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহলাদীপুর হাইওয়ে থানার এস আই আসিফ ইকবাল জানান, আহতদের উদ্বার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg