রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে নিজাতপুর গ্রামে আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প, ফ্রী ঔষুধ,মাস্ক, ট্যাং, চিনি ও ৬০ টি মসজিদ ও মাদ্রাসাতে পানির ফিল্টার বিতরণ করেছে। মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক রোগীর বিনামূল্য চিকিৎসা প্রদান করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
শনিবার (২৬ মার্চ) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ী সদর হাসপাতালের সুপারেন্টেন্ড ডা: এম এ হান্নান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: আরিফুজ্জামান, ডা: জুম্মি নাহদিয়া বর্ষা, ডা: নুরুন্নাহার কনা।
অনুষ্ঠানে আজিবর রহমান শেখের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, মজিবুর রহমান শেখ, মদিরদিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জলিল মোল্লা সহ প্রমুখ।
আকবর খান ফাউন্ডেশনের সভাপতি বেলায়েত খান বলেন, আমরা শুরু থেকেই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে আসছি। আজকে আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে ৬০ টি মসজিদে পানির ফিল্টার, ১ কেজি করে ট্যাং ও ২ কেজি চিনি বিতরণ করা হবে। এছাড়াও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬ শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে।