স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (০৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন থানা পুলিশ।
আটককৃতরা হলেন, দৌলতদিয়া ইউপির মজিদ শেখের পাড়ার রফিক খানের ছেলে সুমন আহমেদ (২৯), দৌলতদিয়া পূর্বপাড়ার শিরিনের বাড়ীর ভাড়াটিয়া শহীদ খন্দকারের স্ত্রী আম্বিয়া (৪১), ও একই ইউপির শাহাদাৎ মেম্বার পাড়ার সৈয়দ আলী খন্দকারের ছেলে বিল্লাল খন্দকার (৩৮)।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) ভিতর খাজারডেক সংলগ্ন জাহিদের দোকানের সামনে থেকে সুমন আহম্মেদকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ও দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) সাকিনস্থ খিচুরী পট্টি গলির শিরিনের বাড়ীর ভাড়াটিয়া আম্বিয়া ও বিল্লাল খন্দকারকে ৫৬ (ছাপ্পান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজ করা হয়। আসামিদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।