স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
বিশেষ অভিযানে ৮কেজি গাঁজা ফেলে পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। এসময় পৃথক দুই স্থান থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (০২ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়াস্থ মালয়েশিয়া প্রবাসী মো. তমছের শেখের বাড়ীর ভাড়াটিয়া মৃত ইরফান শেখের ছেলে মোঃ দুলাল শেখের (৪২) ভাড়াকৃত উত্তর দুয়ারী টিনের চৌচালা দুই কক্ষ বিশিষ্ট বসতঘর থেকে একটি প্লাস্টিক বস্তার ভেতর ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সে সুকৌশলে পালিয়ে যায়।
অপর অভিযানে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মেম্বার পাড়াস্থ মৃত ইরফান শেখের ছেলে আলাল শেখের (৩৭) নিজ টিনের দোচালা ঘর থেকে একটি প্লাস্টিক জারের মধ্যে রক্ষিত ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সে সুকৌশলে পালিয়ে যায়।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করে। এসময় দুইজন আসামি সুকৌশলে পালিয়ে যায়। আসামিরা আপন দুই ভাই এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পলাতক আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।