মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামী গ্রেফতার করেছে র্যাব-৪ (সিপিসি-৩)।
মঙ্গলবার (০১ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম টিপু (৪৪) মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশরা এলাকার মোঃ সালাম দেওয়ানের ছেলে মোঃ সাইফুল ইসলাম টিপু (৪৪)।
র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ১(ক) ধারায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম টিপুকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।