স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনায় গোয়ালন্দে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেএ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, এনায়েত হোসেন জাকির, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি এম এ হালিম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ইমরানুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক আতিক রহমান, পৌর যুবলীগের সভাপতি শহিদুল আলম শেখ সোহেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ পরাগ, মোশারফ প্রমুখ।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য তাকে সোমবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ব্রেইন স্ট্রোক করায় তাকে দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।