স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকা থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড নতুনপাড়া তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ড নতুনপাড়া এলাকার মৃত আব্দুল মন্টু শেখের ছেলে জাহিদুল ইসলাম হেলাল (৩০)।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের নতুনপাড়া জাহিদুল ইসলাম হেলালের নিজ বসত ঘর থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।