স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার রসুলপুর এলাকার সোহরাব সর্দারের ছেলে গোলাম মওলা (১৮), ও আজিম উদ্দিন সরকার পাড়ার কোবাদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (১৮)।
র্যাব-৮ সিপিসি ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিরাজ খার পাড়া এলাকায় অভিযান চালিয়ে জৈনিক মো. হারেজ খানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১৭৫ লিটার দেশীয় চোলাই মদসহ ব্যাটারী চালিত দুইটি ইজিবাইক ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সিম কার্ড দুইটি মোবাইল জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ আসামিদের গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।