স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপনী উদ্ধোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলা কোট চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে পনেরো মণ ওজনের একটি নেপালি ষাঁড়সহ ৪৩টি স্টল অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি।
যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. তোফায়েল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা ট্রেনিং অফিসার মো. নজরুল ইসলাম তালুকদার, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পারবর্তী প্রমূখ।