ব্যতিক্রমী আয়োজনে রাজবাড়ী সার্কেলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

0Shares

একই সুতোয় গাঁথা প্রাণ স্লোগান নিয়ে পথ চলা রাজবাড়ী জেলার বৃহত্তম অনলাইন প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষে বরাবরের মতই রাজবাড়ী সার্কেল হাতে নিয়েছিল ভিন্নধর্মী আয়োজন। এবারের আয়োজনে ছিল ১২ ফেব্রুয়ারি, ২০২২ দিনব্যাপী রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার ৭টি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানার ৫শত ছাত্রের মিস্টি মুখ করানো।

মাদ্রাসা ও এতিমখানা সমূহ যথাক্রমে আঃ করিম খাঁন হাফিজিয়া কওমি মাদ্রাসা, নিজাতপুর দাদশী রাজবাড়ী। আল-জামিয়া নিজামিয়া আরাবিয়া কাওমী মাদ্রাসা, গোয়ালন্দ রাজবাড়ী। আশরাফুল ক্বওমী মাদ্রাসা, কালুখালী রাজবাড়ী। হযরত ওমর রা. হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মৌরাট,পাংশা,রাজবাড়ী। বেলগাছি মুসলিম মিশন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, খানগঞ্জ, বেলগাছি রাজবাড়ী। তেঁতুলিয়া হাফিজিয়া মাদ্রাসা, বহরপুর, বালিয়াকান্দি, রাজবাড়ী। বড় ভবানীপুর দেওয়ানপাড়া হাফেজিয়া মাদরাসা, লিল্লাহ্ বোডিং ও এতিমখানা, বসন্তপুর রাজবাড়ী। অনুষ্ঠান তত্বাবধানে ছিলে যথাক্রমে নাহিদুল ইসলাম, রোহান, শাকিব, বিপ্লব, জুয়েল, অভি, শামিম, নূর, মাহফুজ, মুরাদ এবং রাজু।

বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় জেলা সদরের রাজবাড়ী সার্কেল অফিসে ৪র্থ বর্ষ পূর্তির কেক কাটা এবং সার্কেল পরিবারের মেধাবী ছাত্রদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রীকার জেলা প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক সজিবুর রহমান, সুজন বিষ্ণু, এ্যাডমিন সাংবাদিক আসাদুজ্জামান নুর, অভি, সাকিব, পেইজের এডিটর, মডারেটর ও সার্কেলবাজ বৃন্দসহ শুভাকাঙ্ক্ষী। অপরদিকে সার্কেলের প্রধান পরিচালক তাইফুর রহমান তুষারের উপস্থিতিতে পারস্য উপসাগরের দেশ কাতারেও ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।

রাজবাড়ী সার্কেলের ফাউন্ডার ও প্রধান নির্বাহী শামস্ সোহাগ জানান এই আয়োজনের পাশাপাশি রাজবাড়ী সার্কেল চলতি মাসেই জেলার দরিদ্র মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের একটি সুন্দর প্রজেক্ট হাতে নিয়েছে। আমাদের এই মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

প্রধান পরিচালক তাইফুর রহমান তুষার জানান, প্রতিষ্ঠার ৪ বছর, গৌরবের ৪ বছর। রাজবাড়ী জেলার সবাইকে একই সুতোয় গেঁথে রাখার প্রয়াসে এবং অনলাইনে জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা সহ ইতিবাচক সকল কিছু তুলে ধরতে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে রাজবাড়ী সার্কেল। পথ চলার শুরু থেকে আজ পর্যন্ত যারা রাজবাড়ী সার্কেলের সাথে ছিলেন, সকলের প্রতি রাজবাড়ী সার্কেল টিম কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সার্কেল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আকবর খান বলেন, রাজবাড়ী সার্কেলের ৪র্থ বর্ষ পূর্তি সকল ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীদের জানাই রাজবাড়ী সার্কেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি অত্যন্ত আনন্দিত সার্কেল পরিবারের একজন গর্বিত সদস্য হতে পেরে। আমরা সমাজ পরিবর্তনে রাজবাড়ী সার্কেল এবং সার্কেল ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি জেলার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg