স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর জেলার নবগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান মহোদয়ের সাথে গোয়ালন্দ উপজেলার কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শিক্ষকবৃন্দ সুশীল সমাজ ও সুধীজনদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক’কে ফুল দিয়ে শুভেচ্ছা পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা মুন্সী, উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ভূমি মো. রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) স্বপ্ন কুমার মজুমদার, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আসাদুজ্জামান আসাদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.খোকন উজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম, দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আ. রহমান মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।