স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বুধবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো, গোয়ালন্দ উপজেলার ফেলু মোল্লার পাড়ার মো. কালাম কাজীর ছেলে হাফিজুল কাজী (২০), ও সোহরাব মন্ডল পাড়ার মো. খলিল শেখের ছেলে আজিজুল শেখ (২১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মাছরুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ফেলু মোল্লার পাড়া সাকিনস্থ দৌলতদিয়া ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গা থেকে সাত বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা ০৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।