স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পাংশা মডেল থানাধীন চরঝিকড়ী জনৈক তাছেম মন্ডলের বাড়ির উঠান হতে তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি, রাজবাড়ী জেলার পাংশা থানার চরঝিকড়ী (সেনগ্রাম পাড়া) এলাকার মৃত জসিম প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (৪৫)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিঠু ফকির, এএসআই মো. আব্দুল লতিফ, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানাধীন চরঝিকড়ী জনৈক তাছেম মন্ডলের বাড়ির উঠান হতে ফিরোজ প্রামানিককে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
এ বিষয়ে আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।