ফিরোজ আহম্মেদ।।
আজ ( ৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতি খেলোয়াড়দের মাঝে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার জন্য গোয়ালন্দ ফুটবল একাডেমী বনাম সু-প্রভাত গোয়ালন্দের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ প্রীতি ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দেয়ার জন্য গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান পিপিএম (বার) নিজে উপস্থিত থেকে উৎসাহ দেন এবং নিজে গোয়ালন্দ ফুটবল একাডেমীর হয়ে অংশগ্রহণ করেন এসময় তিনি ‘রাজবাড়ী টেলিগ্রাফ’ কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন নেশামুক্ত গোয়ালন্দ গড়তে আমি খেলাধূলায় ফুটবলারদের সময় দেই যাতে করে যুব সমাজ ও ছাত্ররা খেলার প্রতি মনোযোগী হয় এজন্য আমি প্রতিদিন নিজেও খেলোয়াড়দের সাথে অনুশীলনে যোগ দেই।
এ খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমী ৪-২ গোলে সু-প্রভাত গোয়ালন্দকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে ওসি আশিকুর রহমান , আবদুল্লাহ , জাহিদ,বাদশা ১ টি করে গোল করেন। পরাজিত দলের পক্ষে গোল দুটি করে সাঈদ ও রেজাউল। ওসি মহোদয় খেলায় অংশগ্রহন করায় দর্শকদের মাঝে আলাদা উৎসাহ উদ্যিপনার সৃষ্টি হয়। খেলায় অনেক দর্শকের আগমন ঘটে। খেলা শেষে গোয়ালন্দ উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি ও গোয়ালন্দ ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক মোঃ সাইদুল ইসলাম দুই দলের খেলোয়াড়দের বলেন, আমি সবার খেলা দেখে মুগ্ধ। আমরা আগামীতে কয়েকটা দল নিয়ে একটা টূর্ণামেন্টের আয়োজন করব। সেই সাথে তিনি সবার সার্বিক সহায়তা কামনা করেন।