স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২শ’ পিছ ইয়াবাসহ আলমগীর ব্যাপারী (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে দৌলতদিয়া বাসস্ট্যান্ডের পূর্বপাশ থেকে তাকে আটক করা হয়।
আটক আলমগীর ব্যাপারী রাজবাড়ী সদর থানার বানীবহ ইউপির বানীবহ লক্ষীনারায়নপুর গ্রামের আবুল ব্যাপারীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ী কার্যালয়ের একটি বিশেষ টিম শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ডের পূর্বপাশে মো. জাকির খা এর ওষুধের দোকানের সামনে থেকে মো. আলমগীর ব্যাপারীকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেছে।
এ বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।