স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে ১০০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের ভিতর থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের ভিতর উত্তর পার্শ্ব থেকে মো. সেলিম খানকে (৩৭) ১০০ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।