জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী ও এমপি সালমা চৌধুরী রুমা (সংরক্ষিত মহিলা আসন-৩৩৪) এর রোগমুক্তির উদ্দেশ্যে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের রাজবাড়ী জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়ােজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রাজবাড়ী জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোল্লা, শেখ তুষার, মোঃ মহসিন মৃধা এবং জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, সহ-সভাপতি ইমতিয়াজ রুবেল, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মিয়া আকাশ রাসেল, শাহাদাৎ হোসেন সহ থানা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।