শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

গোয়ালন্দে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শুক্রবার (০৭ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার খর্দলক্ষনদিয়া গ্রামের মৃত গাউস উদ্দিন খানের ছেলে মনির হোসেন (৫১), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চামুটিয়া গ্রামের বারেক হোসেনের ছেলে এরশাদ হোসেন (২৫) বর্তমান সে দৌলতদিয়া পতিতালয়ের ভিতরে আরতীর বাড়ির ভাড়াটিয়া।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফারুক হোসেন, এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতদিয়া বাজার মোহন মন্ডলের বাড়ির পাশে আনন্দ গার্মেন্টস নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg