স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া সদর উপজেলায় ১১ ইউনিয়ন পরিষদে ৫ জানুয়ারি বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১১ টি ইউনিয়নে ১১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা চলবে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে। ১১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লাখ ১৬ হাজার ৪শ’ ৫৯ জন ভোটার ।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের বাইরেও স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমান আদালত কাজ করছে।