শিরোনাম
ঈশান ইনস্টিটিউশন স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত রাজবাড়ীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ নিহত-২ রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে

গোয়ালন্দে ফেনসিডিল ও ইয়াবাবড়ি সহ তরুণ গ্রেপ্তার-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ২০বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবাসহ মো. রাব্বি মন্ডল (১৯) নামের এক তরুণকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় মাদক কারবারের সাথে জড়িত মো. সাহেব মৃধা (৩৫) নামের এক ব্যক্তি পালিয়ে যায়

পুলিশ জানায়, রাব্বি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের সুমন মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া এলাকায় ডিউটিরত ছিলেন উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার দৌলতদিয়া ইউপির বদন মৃধা পাড়ার সাহেব মৃধার বাড়িতে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে বলে খবর পায়। খবর পাওয়া মাত্র সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে হাতেনাতে উল্লেখিত রাব্বি মন্ডল নামের ওই তরুণকে গ্রেপ্তার করতে পারলেও বাড়ি মালিক সাহেব মৃধা পালিয়ে যায়। এসময় উপস্থিত সকলের সামনে রাব্বি মন্ডলের হাতে থাকা সিমেন্টের কাটা ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল এবং ৫০পিস ইয়াবাবড়ি জব্দ করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ২০ বোতল ফেন্সিডিল ও ৫০ টি ইয়াবাবড়ি সহ রাব্বিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg