স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি, ও ১জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (২০ ডিসেম্বর) এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার হেলাল শেখের ছেলে জালাল শেখ, আলাল শেখ, মানিক শেখ, আলতাব শেখ, তালেব শেখ, হাতেম মন্ডলপড়ার আব্বাস মণ্ডলের ছেলে কালাম মন্ডল, উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত মোবারকের ছেলে বরকত আলী, ও বিপ্লব বেপারীর স্ত্রী সীমা আক্তার।
থানা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার অপারেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৭ জন পলাতক পরোয়ানাভুক্ত আসামি ও ১ জন নারী মাদক কারবারিকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।