সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :
মহান বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা ও সন্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এর হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।
এ সময় জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবদুস সালাম (পিপি।, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.মমিন উদ্দিন খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা্ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক শিরীন আক্তার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।