স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের ও শহরের অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ১ টাকায় খাতা কলম উপহার দিয়েছে গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামে সংগঠন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে গোয়ালন্দ পৌরসভার হলরুমে ১ টাকায় খাতা ও কলম ১০০ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় আব্দুর মমিন নামে এক অদম্য অস্বচ্ছল মেধাবী ছাত্রকে ৫০০০ টাকা উপহার দেওয়া হয়।
সিঙ্গাপুর প্রবাসী মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফকির আবদুল জব্বার চেয়ারম্যান রাজবাড়ী জেলা পরিষদ ও সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল , প্যানেল মেয়র ফজলুল হক, প্যানেল মেয়র নাছির উদ্দিন রনি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বাবর আলী, ছাব্বির হোসেন, নাজমুল হাসান ফারাবির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক আক্তাউজ্জামান রনি মন্ডল প্রমুখ।