স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, কুচকাওয়াজ, ক্রীড়া, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকালে উপজেলা মাঠ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান ও সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি রাজবাড়ী ১ ও সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি , গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্-আল-তায়াবীর, গোয়ালন্দ পৌরসভা মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমুখ।
এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে বিজয়ের ৫০ বছর উদযাপনে আকাশে বেলুন উড়ানো হয়। আলোচনা সভা শেষে গোয়ালন্দের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়