স্টাফ রিপোর্টারঃ
১৪ ডিসেম্বর উপজেলার পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলী সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে শহীদদের স্মৃতিচারন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। এসময় বক্তারা বলেন,বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিগতভাবে মেধা শূণ্য করার ঘৃণ্য বর্বরোচিত হত্যা কান্ড ঘটিয়েছিল সেই প্রচেষ্টা আজ ব্যর্থ প্রমাণিত হয়েছে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি এ,টি,এম আবুল মনছুর মজনু, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন,উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তা,পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলামসহ অনেকেই।