ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী টু ঢাকা মহাসড়ক সংলগ্ন জনৈক আজিমের বাড়ির পিছনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, রাজবাড়ী সদর থানার আলীপুর ইউপির আলাদিপুর (ডুলি পাড়া) গ্রামের মোঃ. সাইদ শেখের ছেলে সজিব শেখ (১৮)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ আলাদিপুর (ব্রীজপাড়া) সাকিনস্হ রাজবাড়ী টু ঢাকা মহাসড়ক সংলগ্ন জনৈক আজিমের বাড়ির পিছনে পাকা রাস্তার উপর হতে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
এ বিষয়ে আটককৃত বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।