শিরোনাম
কালুখালীতে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে অবৈধজাল উদ্ধারে মৎস্য দপ্তরের অভিযান বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গোয়ালন্দে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছিলেন মুদি দোকানের কর্মচারী, আ. লীগের পদ পেয়েই গড়েছেন সম্পদের পাহাড় ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে মারপিটের ঘটনায় মামলা করে নিরাপত্তা হীনতায় মুক্তিযোদ্ধার সন্তান  বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল সম্পাদক কামরুল ইজিবাইক চাপায় প্রথম শ্রেণির ছাত্রীর মৃত্যু মানিকগঞ্জ কুকুরের কামড়ে একদিনে আহত ৮২, জনমনে আতঙ্ক সরকারি কলেজের প্যাডে নোটিশ জারি করে ঘুষের টাকা সংগ্রহ করলেন অধ্যক্ষ

আওয়ামী লীগ অঙ্গ সংগঠনে ১৬ নেতাকে বহিষ্কারের সুপারিশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার খোকসায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ বরাবর খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারের সুপারিশ করা হয়।

বহিষ্কারের সুপারিশকৃতরা হলেন,খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বিশ্বাস,খোকসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সুপারিশ প্রাপ্ত প্রার্থী আবুল কালাম আজাদ,খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল।

জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস। উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম মুকুল,জয়ন্তী হাজরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুস শকীব খান টিপু,বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম নয়ন।

গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক,আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান,উপজেলা আঃলীগের সদস্য আমিনুর রহমান খান,উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আকমল হোসেন,উপজেলা আঃলীগের সদস্য নাজমুস সালেহীন।

এছাড়াও জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষ ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নের প্রস্তাবকারী হওয়ায় তাদের দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।

এবিষয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার জানান, দলীয় নির্বাচনী আচরণ বিধি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলায় সুপারিশ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg