পাংশা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার কুন্ডু সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ী পাংশা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১১ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১ টায় মাগুড়াডাঙ্গী শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে এ ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি রাজবাড়ী ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, অনুষ্ঠানটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গনেশ নারায়ণ চৌধুরী, সভাপতি রাজবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু জয়দেব কর্মকার সাধারণ সম্পাদক, বাবু গণেশ মিত্র যুগ্মসাধারণ সম্পাদক, বাবু অরুপ দত্ত হলি যুগ্মসাধারণ সম্পাদক, এ্যাডঃ উমা সেন মহিলা সম্পাদিকা, ডাঃ পারিজার কুমার পাল সদস্য, বাবু সুব্রত কুমার দাস সহ-সভাপতি, বাবু তনয় চক্রবর্তী সম্ভু সহ-সভাপতি, বাবু কৃষ্ণ কর্মকার সদর উপজেলার সভাপতি, বাবু নির্মলকুমার চক্রবর্তী গোয়ালন্দ উপজেলা, বাবু রাম প্রসাদ সাহা সভাপতি কালুখালী উপজেলা, বাবু সুজয় কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি বালিয়াকান্দি উপজেলা, বাবু নির্মল কুমার কুন্ডু সাবেক সভাপতি পাংশা উপজেলা, বাবু দীপক কুন্ডু সাবেক সাধারণ সম্পাদক পাংশা, বাবু ভজগোবিন্দ দে, বাবু নির্মল কুমার সাহা সভাপতি রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, বাবু গোবিন্দ কুমার কুন্ডু সদস্য সচিব সহ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার পাংশা উপজেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন এ্যাডঃ গনেশ নারায়ণ চৌধুরী। এসময় ১শত ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি উত্তম কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg