স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ১.২ গ্রাম হেরোইনসহ আশরাফুল হক (৩৭) -কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আশরাফুল প্রায় ৩ বছর যাবত গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত আছেন।
পুলিশ জানায়, আশরাফুল কুষ্টিয়া জেলার কুমারখালির কলোয়া গ্রামের মো. সামছুর রহমান জোহার ছেলে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফরহাদ হোসেন, এএসআই মো. খলিলুর রহমান, এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ ঘাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করাকালীন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পেছনে দৌলতদিয়া বাস টার্মিনাল হতে রেল স্টেশনগামী নুরু চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেল যোগে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আশরাফুলকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
এব্যাপারে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, এটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আশরাফুলের ক্ষেত্রে তার ব্যাতিক্রম নয়।