শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গোয়ালন্দে হেরোইনসহ উপজেলা সার্ভেয়ার আটক-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ১.২ গ্রাম হেরোইনসহ আশরাফুল হক (৩৭) -কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আশরাফুল প্রায় ৩ বছর যাবত গোয়ালন্দ উপজেলা ভূমি কার্যালয়ে কর্মরত আছেন।

পুলিশ জানায়, আশরাফুল কুষ্টিয়া জেলার কুমারখালির কলোয়া গ্রামের মো. সামছুর রহমান জোহার ছেলে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফরহাদ হোসেন, এএসআই মো. খলিলুর রহমান, এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ ঘাট এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান ডিউটি করাকালীন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পেছনে দৌলতদিয়া বাস টার্মিনাল হতে রেল স্টেশনগামী নুরু চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে মোটরসাইকেল যোগে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আশরাফুলকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরের পরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

এব্যাপারে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, এটা তার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। কেউ অপরাধ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আশরাফুলের ক্ষেত্রে তার ব্যাতিক্রম নয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg