স্টাফ রিপোর্টারঃ
“মুজিব বর্ষে শপথ নেবো,জাটকা নয় ইলিশ খাবো” এই শ্লোগানে রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৫ ডিসেম্বর সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত “জেলা টাস্কফোর্স কমিটি”র বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মৎস অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস অধিদপ্তর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী।
কর্মশালায় সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা মশিউর রহমান।
বক্তরা বলেন,প্রতিবছর ১ নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ,ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।২৫ সেঃমিঃ বা ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ জাটকা হিসেবে বিবেচিত।এ আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে ১ বছর থেকে সর্ব্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্ব্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড।