স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখা। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে
আজকের বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রনেতা আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন।
জামিল হোসেন বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ও সফল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। এই সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। অন্যায় ভাবে তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করছে। আমরা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়াতাবাদী দল বিএনপির জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ও যগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, ছাত্রনেতা শামিম, ফারুক, শাহিন প্রমূখ।