স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্হা,গোয়ালন্দ এ টুর্নামেন্টের আয়োজন করে।
(২ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (সফি)। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল।
টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ টি গ্রুপে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অচেনা পথে বনাম টুটুল স্মৃতি সংসদ মুখোমুখি হয়। খেলায় অচেনা পথে ২-০ সেটে জয়লাভ করে।
খেলা পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের গোয়ালন্দ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন।