স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (০৩ ডিসেম্বর) ভোরবেলা দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার কোতয়ালী থানার কারবালা বামনপাড়া গ্রামের মৃত আ.রহমানের ছেলে রাসেল (৪৩)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোরবেলা ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বরকত সরদার পাড়া সাকিনস্হ বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একজন লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। এসময় উপস্তিত জনগণের সামনে তার ডান হাতে থাকা কালো রংয়ের ট্রাভেল ব্যাগের মধ্যে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।